Breaking News

মহানবীর (সা.) পদচিহ্ন চুরি

নিউজবাংলা: ১০ জানুয়ারি, রোববার:

ঢাকা: মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১৪০০ বছরের পুরানো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর দামারিয়া মসজিদ থেকে মহানবী (সা.)-এর এই পদচিহ্নসংবলিত পাথরটি চুরি হয়ে যায়। গত বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ৪০০ বছর আগে মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবী (সা.)-এর পদচিহ্নটি আনা হয়।

এর পর থেকে পীর দামারিয়া মসজিদে একটি মূল্যবান পাথরের ওপর মহানবী (সা.)-এর পবিত্র পদচিহ্নটি ছিল। বৃহস্পতিবার এটি জনগণের দর্শনের জন্য রাখা ছিল। সন্ধ্যায় ওরস মাহফিলের অনুষ্ঠান চলাকালে কোনো এক সময়ে চোর মহামূল্যবান নিদর্শনটি চুরি করে। পাটনার সিনিয়র পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানান, চুরির ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে পুলিশ তাদের শান্ত করে। তিনি বলেন, প্রাচীন মহামূল্যবান পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। খুব শিগগিরই পদচিহ্নটি উদ্ধার করা যাবে বলে আশা করেন তিনি। দ্য স্টেটসম্যান, এশিয়া নিউজ নেটওয়ার্ক

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*