নিউজবাংলা: ২২ অক্টোবর, বৃহস্পতিবার:
সামিউল ইসলাম ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি
ভালুকার কাচিনা কে ইউ সিনিয়র ফাযিল মাদ্রাসায় ইংরেজি প্রভাষকের ভূয়া নিবন্ধন সনদে ২০০৯ সাল থেকে চাকুরি করে আসছে মোহাম্মদ রেজাউল করিম শামিম (ইনডেক্স নং-২০২৩৩০৮)। এত দিন বিষয়টি গোপন থাকলেও গত বছর শিক্ষা
মন্ত্রনালয়ের অডিটে মোহাম্মদ রেজাউল করিম শামিমের নিবন্ধন সনদ ভূয়া ধরে পড়ে ।বিষয়টি জানাজানির পর এলাকায় ওই শিক্ষকের প্রতি নিন্দার ঝড় বয়ে যাচ্ছে । অনেকেই বলছেন, একজন শিক্ষক যদি মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে চাকুরিতে
যোগদান করে, তাহলে তার কাছ থেকে জাতি কী আশা করতে পারে? অথচ শিক্ষককে জাতি গড়ার কারিগর বলা হয় । এ ধরনের প্রতারক শিক্ষকের জন্য আজ শিক্ষক সমাজকে আড় চোখে দেখা হচ্ছে ।যা মোটেই কাম্য নয় । জানা যায়, বিষয়টি ধামা-চাপা দেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় দৌড়-ঝাপ পাড়ছেন । বেশ কিছু দিন পূর্বে শিক্ষা মন্ত্রনালয় থেকে কারন দর্শানোর নোটিশ প্রেরণ করা হয় ।এ বিষয়ে প্রষ্ঠিানের অধ্যক্ষ্ মাওঃ মোঃ মহিউদ্দিন বলেন, মোহাম্মদ রেজাউল করিম শামিম ভূয়া নিবন্ধন সনদে চাকুরিতে যোগদান করেছে তা আমরা আগে জানতাম না। শিক্ষা মন্ত্রনালয়ের অডিটে তা ধরা পড়ার পর আমরা জানতে পারি ।শিক্ষা মন্ত্রনালয় কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে এবং আমরা তার জবাবে যথাযথ ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি ।
নিউজবাংলা/একে
Comments
comments