নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:
আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল :
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই ২০১৫ ইং, থেকে ৮ম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তির সুস্পষ্ট ঘোষনার দাবীতে আজ শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে মানববন্ধন,সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা এই কর্মসুচীর আয়োজন করেন। শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অংশ গ্রহন করেন বাংরাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সৈয়দ সামছুল আলম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী, সহসভাপতি মো. শামীম আল মামুন জুয়েল, সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান,সহসাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমানসহ প্রত্যেক উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক ও শিক্ষক কর্মচারীবৃন্দ। মানব বন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আমাদের দাবী না মানা হলে সারা দেশে ৫ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে নিয়ে এক যোগে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষনা দিতে বাধ্য হব।

নিউজবাংলা/একে