নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে নিহত করেছে তার এক সহপাঠী ও তার বন্ধুরা। আজ শনিবার দুপুরে কলেজ গেটে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র মফিজুর রহমান ও সুমন আহমেদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে কলেজ গেটে সুমন আহমেদকে ছুরিকাঘাত করে মফিজুর রহমান এবং তার বন্ধুরা। সহপাঠীরা সুমনকে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন আহমেদ বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামের মুখলেছ আহমেদের ছেলে। সে আলমপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসায় থেকে পড়ালেখা করতো। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার সহপাঠী মাসুদ আমীন গুরুত্বর আহত হন। সে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনার পর এলাকাবাসী হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে উত্তর সার্কেল এএসপি সাজিদুর রহমান জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান হাসপাতালে তাকে দেখার জন্য যান। তিনি জানা, দুষিদের ধরতে পুলিশের অভিযান চলছে। খুব দ্রুতই এই নেক্কারজনক ঘটনার হুতাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

অপর দিকে মুরাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলকাস হোসেন তালুকদার জানান, মফিজুর রহমান এর নেতৃত্ত্বে কয়েকজন বখাটে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিউজবাংলা/একে