সাদুল্যাপুরে স্টুডেন্টস কেবিনেটের নির্বাচন অনুষ্ঠিত
নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা:
শিশুদের গনতন্ত্র ও নেতৃত্বের বিকাশের লক্ষ্য গাইবান্ধার সাদল্যাপুর বহুমুখি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেটের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ৭ টি বুথে ১ হাজার ২৯৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মোট ৮৮০ ছাত্র-ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ৮ টি সদস্য পদে মোট ৪৩ জন প্রতিদ্বন্দিতা করছে। এর মধ্যে ৬ষ্ঠ হতে শ্রেণীতে ৫ জন. ৭ম শ্রেণী থেকে ১৫ জন, ৮ম শ্রেণী হতে ৮ জন, ৯ম শ্রেণী হতে ৬ জন ও ১০ম শ্রেণী থেকে ৯ জন।
এছাড়া নির্বাচন পরিচালনা করার জন্য দশম শ্রেণীর ছাত্র আসাদুল হককে প্রধান নির্বাচন কমিশনার ও নবম শ্রেণীর ছাত্র জয় কুমার এবং ৮ম শ্রেণীর ছাত্রী ওয়াহিদা আকতার মিমকে সহকারী কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। কমিশন ভোট গ্রহণের জন্য ৭ জন ছাত্র-ছাত্রীকে প্রিজাইডিং অফিসার ও ১৪ জন শিক্ষার্থীকে পোলিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করেন। নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করেন স্কুল পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য আব্দুল ওয়াহেদ আজমী, মোস্তাফিজার রহমান ফারুক, ফজলুল হক ভোলা, সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমূখ।
প্রধান শিক্ষক এনশাদ আলী জানান, পরে নির্বাচিত এই ৮ জন সদস্যকে স্টুডেন্টস কেবিনেটের বিভিন্ন দ্বায়িত্ব বন্টন করা হবে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ জানান, এর আগে গত ২৫ জুলাই মনোনয়ন পত্র বিক্রি, ২৭ জুলাই জমা দেওয়ার শেষ সময়; ২৮ জুলাই বাছাই ও প্রার্থীতা বৈধ ঘোষনা এবং ২৯ জুলাই প্রত্যাহারের তারিখ নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন তফসিল ঘোষনা করেন।
নিউজবাংলা/একে