নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

আব্দুল্লাহ আল নোমান:

টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কমর্সুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে এ উপলক্ষে মধুপুর কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.মো.আব্দুর রাজ্জাক এমপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে আদিবাসী শিল্পীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়। দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসীদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরী দ্রব্য সামগ্রী মেলায় অন্যতম আকর্ষণ ছিল। অনুষ্ঠানটিকে ঘিরে আদিবাসী-বাঙ্গালীদের মিলন মেলায় রুপ নেয় মধুপুর কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

নিউজবাংলা/একে