নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

এম এ আই সজিব,হবিগঞ্জ:

জাতীয় মহাসড়কে (বিশ্ব-রোড) সিএনজি চালিত অটোরিকশা নিষেদের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন করেছে হবিগঞ্জের মালিক-শ্রমিক করেছে।

 

হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনে মধ্যে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় সিলেটের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে কঠোর আন্দোলনে নামার হুসিয়ারী দিয়েছেন বক্তারা।

রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার কালেক্টও ভবনের সামনে এক বিশাল মানববন্ধন হয় এত হবিগঞ্জের সি.এন.জি হাজার-হাজার শ্রমিক অংশ গ্রহন করে।

এত সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আশরাফ উদ্দিন শামীমের ও জেলার প্রচার সম্পাদক শরীফ চৌধুরী’র পরিচালনায় মানববন্ধনে কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশা সহ শ্রমিক-মালিকরা অংশ গ্রহণ করে।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সি.এন.জি মালিক সমিতির সভাপতি মুতাচ্ছিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রমিক নেতা মুদ্দত আলী, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি এডভোকেট মর্তুজ আলী, সাধারণ সম্পাদক রাজু আলী, পাইকপাড়ার সাভাপতি-কাজল মিয়া, নবীগঞ্জ সাধারণ-সম্পাদক তৌহিদুলইসলাম, ইমামবাড়ি সভাপতি- নুরুল আমিন, আউশকন্দীর সভাপতি-দিলখুশ মিয়া, শায়েস্তাগঞ্জের রজব আলী, শফি আহমেদ চৌধুরী, প্রমুখ।

মানববন্ধন চলাকালে শ্রমিক-মালিকদের কন্ঠে একই ¯¬গান ছিল “কে বলে রে বিশ্বরোড ছাড়, বিশ্বরোড কী তার বাপ-দাদার” শে¬াগানে মুখরিত হয়ে উঠে চারিদিক।

মানববন্ধন এর পর নেতারা জেলা প্রসাশক সাবিনা আলম এর বরাবরে একটি স্বারক-লিপি প্রধান করেন।

 

নিউজবাংলা/একে