বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত তার: যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা
            
            
              নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:
              এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
              হবিগঞ্জের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত তার (ইন্টারনেট, ডিশ, টেলিফোন পরিসেবার লাইন) সরছে না। এসব ঝুলন্ত তার অপসারণ করার ব্যপারে প্রসাশনের কোনো দৃষ্টি নেই।
              
              .
              হবিগঞ্জের বিদ্যুতের খুঁটিগুলো থেকে তারের জঞ্জাল দুর করার কোনো উদ্যোগ নেই। এই সব ঝুলন্ত তারের কারণে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
              হবিগঞ্জে শহরে ঘুরে দেখা গেছে, মহল্লার অলি-গলিসহ সব বড় সড়কে এখনো ঝুলছে তার বিদ্যুৎ এর চারপাশে ঝুলছে নানা অপারেটরের এসব তারের জন-জাল।
              বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মূলত ক্যাবল টিভি এবং ইন্টারনেট ব্যবসায়ীদের কারণে এ উদ্যোগ এসব সম্যসা যায়।
              
              নিউজবাংলা/একে