নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

 তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা এইচএসসির ফলাফলে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ শীর্ষে রয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে ২১০ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২০৩ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৬ দশমিক ৬৭ । এছাড়া জিপিএ ৫ পেয়েছে ৬০ জন। অপরদিকে গাইবান্ধা সরকারি কলেজ থেকে ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৭৮১ জন। পাশের হার ৮৭ দশমিক ৭০। এ কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৪০ জন। গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে ৪১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮১ দশমিক ৫৮। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজ থেকে ৩০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৩৪ জন। পাশের হার ৪৪ দশমিক ৩৭। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২১ জন। পাশের হার ৫৫ দশমিক ২৬ এবং আসাদুজ্জামান গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ১৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৭৪ জন। পাশের হার ৩৭ দশমিক ৬০। সংশি¬ষ্ট কলেজ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিউজবাংলা/একে