সন্তানের নামও ঠিক করে ফেলেছেন সাকিব!
            
            
              নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:
              
ঢাকা: সব ঠিকঠাক থাকলে নভেম্বরে বাবা হচ্ছেন সাকিব আল হাসান।
              
              
              এমনকি প্রথম সন্তানের নামও ঠিক করে রেখেছেন সাকিব-শিশির দম্পতি। নিজের মুখেই প্রথমবারের মতো প্রকাশ্যে এ কথা জানালেন সাকিব আল হাসান।
              শনিবার রাতে সাকিব’স ডাইনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর সাথে সাথে এ সুখবরও দেন তিনি। সব বুঝে অভিজ্ঞতা সঞ্চয় করেই শুরু করছেন রেস্টুরেন্ট ব্যবসা। কিছুটা গুছিয়ে উঠেছেন বলেই ব্যবসাটা শুরু করলেন বলে জানান এই অলরাউন্ডার।
              এ সম্পর্কে সাকিব আরও বলেন, ইনশাআল্লাহ, নভেম্বরে আসছে আমাদের প্রথম সন্তান। আমরা প্রথম সন্তানের নামও ঠিক করে রেখেছি। সময় আসলে সবাই জানতে পারবেন।
              সাকিব’স ডাইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু নিয়ে শিশির বললেন, দেশের বাইরে থাকায় খুব একটা কিছু করা হয়নি। তবে বিদেশে থেকেও রেস্টুরেন্টের সাজ-সজ্জায় সাকিবকে সাহায্য করেছি।
              
              নিউজবাংলা/একে