কোরবানি ঈদের নাটক পরী নয়
            
            
              নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:
              ঢাকা: কোরবানির ঈদের টিভি নাটক ‘পরী নয়’। নাটকটি রূপকথার গল্প নিয়ে নির্মিত হয়েছে।
              
              
              নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। এতে পরী চরিত্রে অভিনয় করেছেন সায়লা সাবি। আরও অভিনয় করেছেন মিশু সাবি্বর ও শম্পা রেজা।
              সায়লা সাবি জানান, ‘অভিনয়শিল্পীদের অনেক ধরনের চরিত্রেই কাজ করতে হয়। তবে মাঝে মধ্যে কয়েকটি চরিত্র মনে দাগ কেটে যায়। পরীও এমন একটি চরিত্র। এ চরিত্রে অভিনয় করে আমি অনেক আনন্দিত।’
              মিশু সাবি্বর জানান, ‘শুকু আপার গল্পে কাজ করতে ভালো লাগে। উনার গল্পের গাঁথুনি বেশ চমৎকার। বেশ মজার একটি গল্প। আশা করি দর্শককের কাছে ভালো লাগবে।’
              মাতিয়া বানু শুকু জানান নাটকটি তিনি আসছে কোরবানির ঈদের জন্য নির্মাণ করেছেন।
              নিউজবাংলা/একে