কক্সবাজার: পর্যটন শহর কক্সবাজারের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরা ‘ক্লোজ সার্কিট ক্যামেরা’ স্থাপনের কাজ চলছে। শহরের ৬টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪৮টি সিসিটিভি লাগানো হবে।
এর ফলে শহরে ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়রা ছিনতাইসহ নানা হয়রানি থেকে বাঁচতে পারবে। আর অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহজ হবে। চলতি মাসের মধ্যে পুরো শহরে সিসিটিভি ক্যামরা স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে-পর্যটন শহর কক্সবাজারের অপরাধ ঠেকাতে সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ৪৮টি সিসিটিভি ক্যামরা স্থাপনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বৌদ্ধ মন্দির সড়ক, বার্মিজ মার্কেট, গোলদিঘীর পাড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, এই সিসিটিভি অপরাধীদের সনাক্ত করতে সহযোগিতা করবে। তাছাড়া পর্যটক ও স্থানীয়রা নিরাপদে অনেকটা চলাচল করতে পারবে।
রামুতে একই ভাবে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে বলে জানান সাংসদ কমল।
তিনি আরও বলেন, পর্যটন শহর হিসেবে কক্সবাজার অনেক গুরুত্বপূর্ণ। তাই এসব সিসিটিভি ক্যামরা অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।