নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
            
            
              নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:
               
              বিশ্বনাথ প্রতিনিধি:
              সিলেটের বিশ্বনাথে রাহেনা বেগম (৪৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
              
              
              সে উপজেলার দেওকলস ইউনিয়নের কাবিলনগর (সৎপুর) গ্রামের মৃত চান্দ আলীর মেয়ে। গতকাল মঙ্গলবার বেলা ১টায় কাবিলনগর গ্রামের মৃত চান্দ আলীর ঘরের পরিত্যক্ত একটি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে আত্বহত্যার কারণ জানাযায়নি। গতকাল মঙ্গলবার সকালে পরিবারের অজান্তে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে রাহেনা বেগম আত্বহত্যা করে বলে তার পরিবার জানায়।
              নিহতের ভাই প্রবাসী আবদুল মতিন বলেন, সে কি কারণে আত্বহত্যা করেছে তা আমাদের জানা নেই।
              লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার এস আই কল্লোল বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
              
              নিউজবাংলা/একে