নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

বিশ্বনাথ প্রতিনিধি:

নিয়মিত ৮/১০ ঘন্টা পড়ালেখা করত নাভিদ মাহমুদ খান। অভিষ্ট লক্ষে পৌছাতে হবে।

সেই চিন্তা-চেতনা মাথায় আছে নাভিদের। বাবার মত হব। মানুষের সেবা করব। স্বপ্ন বাস্তবায়নে এগুতে হবে। তাই নিয়মিতভাবে পড়ালেখা করে নাভিদ। এই অনুভুতি নিয়ে নাভিদ মাহমুদ খান এ বছর সিলেট নগরের স্কলার্স হোম থেকে এইচএসসি পরীক্ষা অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। নাভিদ বিশ্বনাথের বিশিস্ট চিকিৎসক শিবলী খান ও শাহানা চৌধুরী দম্পতির প্রথম পুত্র।

নাভিদের বাবা ডাক্তার শিবলী খান জানান, পড়ালেখা করে নাভিদ চিকিৎসক হতে চায়। তার ফলাফলে শিক্ষক/শিক্ষিকা ও মা শাহানা চৌধুরী কৃতিত্বের দাবিদার। তিনি ছেলের ভবিষৎ গড়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

নিউজবাংলা/একে