নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

ঢাকা: এক ব্যক্তির কান ধরে ওঠবসের ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছেন, ‘কেউ যদি পুলিশ দেখে ভয়ে নিজেই নিজের কান ধরে তাহলে মন্ত্রী কি করতে পারে–আমি তাকে শুধু বলেছি তুমি কেন কান ধরেছো- তোমাকে কেউ কান ধরতে বলেনি। আশা করি এখানেই ভুল বোঝাবুঝির অবসান হবে।’

অটোরিকশা, টেম্পোসহ অযান্ত্রিক কম গতির ও তিন চাকার সব যানবাহনকে দুর্ঘটনার জন্য দায়ী করে ১ আগস্ট থেকে সারাদেশের মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ করে সরকার। গত রবিবার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে ঢাকা-মাওয়া মহাসড়কে যান ওবায়দুল কাদের। এরপর পরই নিজের ফেসবুকে একটি ছবির অ্যালবাম আপলোড করেন তিনি। ‘রোড সেফটি প্রোগ্রাম মাওয়া ০৯/০৮/২০১৫’ নামের ওই অ্যালবামের একটি ছবিতে দেখা যাচ্ছে, একজন চালক কান ধরে ওঠবস করার ভঙ্গিতে আছেন। তার ঘাড়ে এক পুলিশ কর্মকর্তা হাত দিয়ে রয়েছেন। আর তার সামনে দাঁড়িয়ে আছেন কালো প্যান্ট ও সাদা শার্ট পরা ওবায়দুল কাদের। এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। অনেকে মন্ত্রীর সমালোচনা করেন।

 

নিউজবাংলা/একে