কালিহাতীতে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা
নিউজবাংলা: ১২ আগস্ট, বুধবার:
জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, দূর্নীতি এবং সরকারি অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এলাকার ৬ ব্যক্তির নামে মামলা দায়েরের প্রতিবাদে ফুলতলা ৩নং ওয়ার্ড আওয়মীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ১১ আগষ্ট মঙ্গলবার ভাঙ্গাবাড়ী-ফুলতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় ইত্তেখার ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছোবহান তালুকদার, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসি মেডিকেল অফিসার সেলিম সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সদস্য শরিফ সিদ্দিকী, সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান, প্রচার সম্পাদক আ: ছামাদ, এলেঙ্গা পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রনজু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিকী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী আরিফকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে। সে একজন এলাকার মাদক ব্যবসায়ী। অনতি বিলম্বে তাকে অপসারণ এবং
এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না করলে অনিয়ম, দূর্নীতি এবং সরকারি অনুদানের টাকা আত্মসাৎ কারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
নিউজবাংলা/একে