কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা
            
            
              
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
              খুলনা সংবাদদাতা:
              
খুলনা : খুলনা মহানগরে এক মহিলা কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
              
              
              ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে দৌলতপুর থানার নতুন রাস্তায়। নিহতের নাম নজরুল ইসলাম (২৮)। তাঁর মা শাহিদা বেগম খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর। তিনি দৌলতপুরের পাবলা ফকিরপাড়া এলাকার বাসিন্দা।
              দৌলতপুর থানা সূত্র এ হত্যার খবর নিশ্চিত করেছে।
              সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের অদূরে নতুন রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন নজরুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত নজরুলের মাথায় গুলি করে পালিয়ে যায়।
              স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
              নজরুলের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
              
              
              নিউজবাংলা/একে