নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:

আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাই থেকে :টাঙ্গাইলের মধুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

জানা যায়, উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেনাইবিলে দীর্ঘদিন যাবত কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকতাদির আজিজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ৯৪৩ মিটার ৯টি জাল জব্দ করে মধুপুর উপজেলা পরিষদে নিয়ে আসে। পরে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মুকতাদির আজিজ বলেন, যারা অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মুক্ত জলাশয়ের পোনা নিধন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজবাংলা/একে