ভূঞাপুরে মটর সাইকেল উল্টে ইউপি চেয়ারম্যানের ভাতিজা নিহত
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
মো. রবিউল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে মটর সাইকেল উল্টে ইউপি চেয়ারম্যানের ভাতিজা সাগর মাহমুদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মটরসাইকেলের অপর দুই আরোহী। আহতদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে সাগর ও তার দুই বন্ধু ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কে মটর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন। মটর সাইকেলটি উপজেলার চিতুলিয়াপাড়া নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে মটর সাইকেলে থাকা ৩জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ভূঞাপুর ্উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে কর্মরর্ত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং অপর দুই আরোহীকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসাকালীন সময়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত সাগর মন্ডল উপজেলার জিগাতলা গ্রামের জাহিদুল ইসলাম খোকার ছেলে ও গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান খাঁন মনিরের ভাতিজা। আহতরা হলো, উপজেলার গৌবিন্দাসী গ্রামের শওকত আলীর ছেলে জাহাঙ্গীর (১৭) এবং ঢাকার ধানমন্ডি সিদ্দিক মিয়ার ছেলে আকাঁশ (২৭)। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল কবির ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
নিউজবাংলা/একে