প্রাথমিক সমাপনী পরীক্ষার পড়াশোনা বাংলা
মায়ের সঙ্গে দেশের মাটির তুলনা করা যায়রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
নিউজবাংলা: ১৪ আগস্ট, শুক্রবার:
কবিতার প্রশ্নোত্তর
রৌদ্র লেখে জয় : শামসুর রাহমান
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রশ্ন : ক. হানাদারের সঙ্গে কারা লড়ে?
প্রশ্ন : খ. মায়ের সঙ্গে কিসের তুলনা করা যায়?
প্রশ্ন : গ. উদ্দীপকের ছবিটি ‘রৌদ্র লেখে জয়’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ-ব্যাখ্যা কর।
উত্তর : ক. হানাদারের সঙ্গে মুক্তিসেনারা লড়ে।
উত্তর : খ. মায়ের সঙ্গে দেশের মাটির তুলনা করা যায়।
উত্তর : গ. ১৯৭১ সালে স্বাধীনতার মূল্য হিসেবে আমাদের প্রাণ দিতে হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী তাদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে শুরু করে গণহত্যা। তারা এ দেশীয় দালাল, রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সহায়তায় হত্যা করে বুদ্ধিজীবীদের।
নব্য স্বাধীন একটি দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানিরা এ বর্বরোচিত হত্যাকা- পরিচালনা করে। এসব বরেণ্য বুদ্ধিজীবীদের প্রাণের বিনিময়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। উদ্দীপকের ছবিটি বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার স্মৃতির মিনার। সুতরাং বুদ্ধিজীবী হত্যার স্মৃতি রক্ষায় ছবিটি ‘রৌদ্র লেখে জয়’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
প্রশ্ন : নিচের অনুচ্ছেদটি পড় এবং এতে বিরামচিহ্ন বসাও।
ক. বর্গিরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধনসম্পদ নিয়ে পালিয়ে যেত মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কারণ তারাই পাকিস্তানি নরপশুদের সঙ্গে যুদ্ধ করে তাদের এ দেশ থেকে তাড়িয়েছিল মা ও মাতৃভূমি সমান গর্বের সমান আনন্দের জননীহীন সন্তান যেমন দুর্ভাগা যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন
উত্তর : বর্গিরা বাংলাদেশে এসে মানুষ মেরে, ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে বাঙালির ধনসম্পদ নিয়ে পালিয়ে যেত। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না, কারণ তারাই পাকিস্তানি নরপশুদের সঙ্গে যুদ্ধ করে তাদের এ দেশ থেকে তাড়িয়েছিল। মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের। জননীহীন সন্তান যেমন দুর্ভাগা যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন।
নিউজবাংলা/একে