নিউজবাংলা: ১৪আগস্ট,শুক্রবার:

ঢাকা: ব্রাজিলের তারকা অ্যাটাকিং মিডিও কাকা আগামী মাসে ব্রাসিল গ্লোবালের সফরের জন্য জাতীয় দলে ডাক পেলেন। ব্রাজিল কোচ দুঙ্গা কোস্টারিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলার জন্য বৃহস্পতিবার নিজের দল ঘোষণা করেছেন।

কাকার পাশাপাশি হাল্ক ও লুকাস মোরাও দলে সুযোগ পেয়েছে। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন ফর্মে থাকা লিভারপুলের অ্যাটাকিং মিডিও ফিলিপ কৌটিনহো।

চোটের কারণে কোপা থেকে বাদ পড়া ড্যানিলো, লুইস গুস্তাভো ও অস্কার দলে ফিরছেন। নেতৃত্বে থাকার কথা বার্সা স্ট্রাইকার নেইমারের। ৫ সেপ্টেম্বর কোস্টারিকা ও ৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।

গত বছর অক্টোবরে কাকা দেশের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন। সেবার জাপানকে ৪-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বছর কোপা আমেরিকায় দলে জায়গা হয়নি কাকার। এবার কৌটিনহোর পরিবর্তে দলে ঢুকলেন তিনি।

এদিকে দুঙ্গা দায়িত্বে আসার পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচের জন্য দলে সুযোগ পেলেন জেনিথ স্ট্রাইকার হাল্ক ও প্যারিস সাঁ জাঁ-র উইঙ্গার লুকাস। পুরনো সদস্য ছাড়াও এই সফরের জন্য দুঙ্গা বেছে নিয়েছেন তরুণ গোলকিপার অ্যালিসন, ফুল-ব্যাক ডগলাস স্যান্টোস ও স্যান্টোস মিডফিল্ডার লুকাস লিমাকে। আগামী মাসে তিনজনই দেশের হয়ে অভিষেক ঘটাতে চলেছেন।

নিউজবাংলা/একে