ঢাকায় ঝড় তোলতে সেপ্টেম্বরে আসছেন ‘নীল সুন্দরী’ সানি!
            
            
              
নিউজবাংলা: ১৪ আগস্ট, শুক্রবার:
              
ঢাকা: অবশেষে গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। হাল আমলের বলিউডের সেক্সসিম্বল নায়িকা সানি লিওন ঢাকা আসছেন আগামী সেপ্টেম্বরে।
              
              সম্প্রতি এ বিষয়ে সানি লিওনের এজেন্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়েছে।
              আয়োজক সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থাটি ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে।
              রাজধানীর বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এই টিকেট শোটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
              আয়োজক সূত্রে জানা যায়, সানি লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেট-এর এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা। সানি লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।
               
               
              নিউজবাংলা/একে