নিউজবাংলা: ১৪ আগস্ট, শুক্রবার:

ঢাকা: ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি সাদ আল নাহিয়ান ও মাসুদ রানার আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

শুক্রবার দুপুরে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে দুই আসামিকে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার জানান, ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যা চেষ্টার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত নাহিন। হত্যা চেষ্টায় গ্রেফতারের পর তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

প্রসঙ্গত, ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিয়ানকে রাজধানীর উত্তরা থেকে এবং মাসুদ রানাকে মিরপুরের কালশী থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।

নিউজবাংলা/একে