নিউজবাংলা: ১৪ আগস্ট, শুক্রবার

ঠাকুরগাঁ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মাজেদুর রহমান (৩৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় ৬টা ৩০মিনিটেগোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম কুতপার হাটে আলতাপ এর চা এরদোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মাজেদুর রহমানকে ফেন্সিডিল বিক্রি করার সময় তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তারদেহ তল্লাসী করে ১০৫বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ও মাদক ব্যবসায়ী মাজেদুর ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ ঠাকুরগাঁও এর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতেচোরাই পথে আমদানীকৃত ভারতীয় ফেন্সিডিল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে অবৈধ ভাবে অর্থ উপার্জন করতো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাজেদুর রহমান হলো ঠাকুরগাঁও সদর উপজেলার বেংরোল গ্রামে মৃত দফিজ উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলতাপ এর চা এরদোকানের সামনে মাদক ব্যবসায়ী মাজেদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানার মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলা/একে