ঢাকা: ঝুলন্ত ছিলো বিষয়টি। বাংলাদেশের ক্রিকেট টিম পাকিস্তান সফরে যাবে কি যাবেনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিটিংয়ে বসে এই ইস্যুতে আর সেখান থেকেই বেরিয়ে আসে একটি চূড়ান্ত সিদ্ধান্ত।
হ্যাঁ, পাকিস্তান যাবার দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো সময় পাকিস্তান উড়াল দিবে বিসিবির এই টিম। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সচক্ষে দেখতেই সেখানে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দলটি।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, পর্যবেক্ষণ টিম একটি অনুষ্ঠানিকতার মধ্যে থাকে। আর সেদিক থেকে বলা যায় পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বিসিবি নিরাপত্তা কমিটির প্রধান হোসেন ইমামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে। এ মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ।
৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত পাকিস্তানে থাকবে সালমারা। পাকিস্তানের সাথে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।