নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
ঢাকা: বদিউল আলম খোকনের পরিচালনায় ‘রাজাবাবু’ ছবিতে অভিনয় করছেন তারা। আসন্ন কুরবানি ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যে ইতিমধ্যে ছবিটির সিংহ ভাগ শুটিং শেষ হয়েছে।
এর মধ্যে বিপাশা কবিরের অংশ গ্রহণের একটি আইটেম গানের দৃশ্য ধারণের কাজও শেষ হয়েছে। এবার ছবির বাকি গানগুলোর দৃশ্য ধারণের জন্য ২৪ আগস্ট দুপুরে এক সঙ্গে ঢাকা ত্যাগ করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি।
থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ‘রাজাবাবু’ ছবির চারটি গানের দৃশ্য ধারণ করা হবে। এর মধ্যে দুটি গানে শাকিবের সঙ্গে অপু বিশ্বাস এবং বাকি দুটো গানে ববিকে দেখা যাবে। এতে অংশ নিতে সোমবার দুপুর দেড়টায় একটি ফ্লাইটে করে ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি।
এদিকে পরিচালক বদিউল আলম খোকন সকালে বাংলামেইলকে বলেন, ‘ছবির পুরো ইউনিট নিয়ে থাইল্যান্ডে যাচ্ছি আজ। সেখানে চারটি গানের শুটিং শেষ করে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরব।
উল্লেখ্য, চারটি গানের দৃশ্য ধারণের কাজ শেষ হলেই সেন্সর বোর্ডে জমা পড়বে ‘রাজাবাবু’। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।