নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
ঢাকা: সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যে সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর এএনএফএ স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ। শুরুতে লিড নিয়েছিল বাংলাদেই।
তবে পরে সমতা এনেছে স্বাগতিক নেপাল। প্রথমার্ধ শেষে স্কোর ১-১।
সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবলের আসর এই প্রথমবারের মতো হচ্ছে নেপালে। এ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমির খেলা নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ৩-১ ব্যবধানে ভুটানকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিক নেপালও। আজকের লড়াই গ্রুপ সেরা হওয়ার।
শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে দলের হয়ে গোলটি করেন রোহিত সরকার। এক গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া থাকে নেপাল। ১৬ মিনিটে আকাশ থাপার ক্রসে দুর্দান্ত হেড নিয়েছিলেন নেপালের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার বিমল। তবে বাংলাদেশ গোলরক্ষক মুস্তফা দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেন।
তবে এর মিনিট খানেক পরই পেনাল্টি আদায় করে নেপাল। ১৮ মিনিটে স্পট কিক থেকে নেপালকে সমতায় ফেরান অঞ্জন বিস্তা। স্কোর তখন ১-১।
তবে ২০ মিনিটেই আবারো লিড নিতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সফল হননি মোহামেডানের মোহাম্মদ ইব্রাহিম। তবে এরপর ম্যাচে বল নিয়ন্ত্রণে চেষ্টা করেছে বাংলাদেশ। হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলের দেখা পেতে পারত বাংলাদেশ। কিন্তু মান্নাফ রাব্বির প্রচেষ্টা রুখে দেন সজিত গুরুং। ফলে ১-১ ব্যবধানে সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।