নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার: ঢাকা: রামিরেস, অস্কার, উইলিয়ানের পর আরো এক ব্রাজিলিয়ান যোগ দিলেন চেলসিতে। এবার ইংলিশ ক্লাবটিতে নাম লেখালেন ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড কেনেডি।
অবশ্য এবারের প্রাক–মৌসুমেই চেলসির স্কোয়াডে ছিলেন কেনেডি। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে খেলেছিলেনও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু চেলসিতে অফিসিয়ালি যোগ দেওয়ার অনুমতি ছিল না তার।
কেনেডির আগের ক্লাব ফ্লুমিনেনসে এবার সে অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরই চেলসিতে নাম লেখালেন ২০ বছর বয়সি কেনেডি। তবে তার ট্রান্সফার ফি’র অঙ্কটা এখনো প্রকাশ করা হয়নি।
স্বদেশী ক্লাব ফ্লুমিনেনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেনেডি বলেন, ‘প্রাক-মৌসুমে চেলসির হয়ে আমেরিকা সফরের সময়টা আমি বেশ উপভোগ করেছি। আমি ফ্লুমিনেনসের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে চেলসিতে খেলার সুযোগ করে দিয়েছে।’
কেনেডি আরো বলেন, ‘চেলসিতে আমার ট্রান্সফার সম্পূর্ণ করে আমি খুবই খুশি। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলে খেলতে পারাটা আমার জন্য দারুণ ব্যাপার। আশা করছি, এই ক্লাবের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারব আমি।’