ঢাকা: ভুটানকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে গেল বাংলাদেশ। গ্রুপ ‘ এ’ থেকে শেষ চার নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক নেপালও।
তারা প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে দেয় ৩-১ গোলে। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ ভুটান।
কাঠমন্ডুর এনএফএ কমপ্লেক্সে অনুষ্টিত এ ম্যাচে শুরুতে অনেকটাই অগোছালো ফুটবল খেলে বাংলাদেশের যুবারা। তবে আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় তারা। বেশ ক’য়েকবার আক্রমণে গেলেও গোল পাচ্ছিলো না বাংলাদেশ। অবশেষে ৩ মিনিটের মধ্যে দুটি গোল করে প্রথম ৪৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় লাল সবুজের জার্সিধারীরা।
৪১ মিনিটে দর্শনীয় শটে গোল করেন রোহিত সরকার । ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান মান্নাফ রাব্বি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর বেশ ক’য়েকটা সুযোগ পেয়েছিল রোহিত- রাব্বিরা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দুই দলের জন্যই ম্যাচটা নিয়মরক্ষার।