ফাইনালে মুখোমুখি সেরেনা-হালেপ
নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:
ঢাকা: সিনসিনাটি টেনিস মাস্টার্সের ফাইনালে উঠেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে তিনি হারিয়েছেন এলিনা সভিটোলিনাকে।
প্রতিযোগিতার শীর্ষ বাছাই সেরেনার সঙ্গে কোর্টের যুদ্ধে সুবিধা করতে পারেননি এলিনা। তাকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করেছেন ২১টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা।
শিরোপার লড়াইয়ে সেরেনা মুখোমুখি হবেন রোমানিয়ার তারকা সিমোনা হালেপের বিপক্ষে। হালেপ ৬-১, ৬-২ গেমে জয় পেয়েছেন সার্বিয়ান টেনিস প্লেয়ার জেলেনা জাঙ্কোভিচের বিপক্ষে।
নিউজবাংলা/একে
Related Posts
আন্তর্জাতিক
মাদ্রাসা নিয়োগ নিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
আন্তর্জাতিক
গাড়ির মূল্য ৩ কোটি টাকা: পুড়ে ছাই মুহূর্তেই
জাতীয়
সাড়ে ছয় হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন