নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রী দীপার মৃত্যু নিয়ে রহস্য
নিউজবাংলা: ৩ অক্টোবর –শনিবার:
জুবায়ের হোসেন,নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রী দীপা খাতুনের(১৫) মৃত্যু নিয়ে রহস্য। নিহত দীপা খাতুন উপজেলার উত্তর শাহাপুর গ্রামের দুলাল প্রামানিকের মেয়ে ও চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী।
নিহত দীপার স্বজনেরা জানান , প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারে স্কুলে যায় দীপা । কিন্তু স্কুল ছুটি শেষে সে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি করতে থাকে এবং তাকে না পাওয়ায় ঘটনাটি পুলিশে জানায়।
এলাকাবাসী জানান, আজ শুক্রবার দুপুরে উপজেলার শিকারপুর কৃষি কারিগরি উচ্চ
বিদ্যালয় সংলগ্ন কলাবাগান থেকে স্কুলব্যাগ সহ তার গলা কাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। এলাকাবাসী দাবী করছে তাকে ধর্ষনের পর ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে তার লাশ সেখানে ফেলে রাখা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জানান , এলাকাবাসী ধর্ষনের পর ধারালো অস্ত্র দ্বারা হত্যা দাবি করলেও পুলিশ জানায় ময়নাতদন্ত শেষে প্রকৃত রহস্য বের হয়ে আসবে।নিহত দীপা খাতুনের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দীপা খাতুনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
নিউজবাংলা/ একে