নিউজবাংলা: ৩ অক্টোবর –শনিবার:

ঢাকা:  পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফের ৬ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন।

এদিন বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল শিক্ষামন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎকালে এ সময় নির্ধারণ হয়।

এর আগে বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীর সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয়া হয়েছিল। শিক্ষামন্ত্রীও গতকাল সচিবালয়ে এক সভা থেকে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, ৬ অক্টোবর সকালে তারা ফেডারেশনের সভা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন। এরপর বেলা তিনটায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে ওই দিনই ফেডারেশনের আরেকটি জরুরি সভা করে আন্দোলনসহ পরবর্তী কর্মকৌশল ঘোষণা করা হতে পারে।

শিক্ষকেরা পৃথক বেতন কাঠামোসহ কয়েকটি দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন। এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে অষ্টম বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। তখন থেকে শিক্ষকরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা বলেছেন, দাবি পূরণ না হলে ৯ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হতে পারে।

নিউজবাংলা/একে