নিউজবাংলা: ৫ অক্টোবর –সোমবার:

  জুবায়ের হোসেন ,নাটোর প্রতিনিধি:
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আর ওই ঘটনার পাঁচ দিনের মাথায় শনিবার রংপুরে একই স্টাইলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসি কোমিও। এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। আইজিপি বিদেশি নাগরিকদের কর্মস্থল ও আবাসনস্থলে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এরপর থেকেই নাটোরে
কর্মরত ৬ বিদেশি নাগরিকসহ বিদেশি টুরিস্টদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নাটোর জেলায় কর্মরত ৬ বিদেশি নাগরিকের ব্যাপারে খবর নেয়া হয়। তাদের দৈনিক কাজ ও যাতায়াত এবং অবস্থানের সব তথ্য নেয় পুলিশ। অন্যদিকে বিদেশি নাগরিকরা নাটোরের যেসব স্থানে বেড়াতে আসেন যেমন নাটোরের উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি সেসব স্থানগুলোতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং নাটোর জেলায়
কর্মরত ৬ বিদেশী নাগরিকের কর্মস্থলের
আশপাশে অপরিচিত কাউকে সন্দেহভাজন মনে হলেই পুলিশকে খবর দেয়ার জন্য স্থানীয়দের বলা হয়েছে। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান,নাটোরে কর্মরত বিদেশি নাগরিকদের কর্মস্থল ও বাসভনের এলাকাগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নাটোর জেলায় বসবাসরত ৬ বিদেশি নাগরিকদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।পাশাপাশি পর্যটন স্পটগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজবাংলা/একে