আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
নিউজবংলা: ৫ অক্টোবর সোমবার:
ঢাকা: গাজীপুরের কালীগঞ্জে চলতি অর্থবছরে আখের ফলন খুব ভাল হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। ফলে আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের আখ চাষী মো. নাজিমউদ্দিন নাজু (৪০) জানান, তিনি গত বছর ২ বিঘা জমিতে আখের চাষ করেছিলেন। কিন্তু সেবার ফলন ভালো না হওয়ায় তার কোনো লাভ হয়নি। আর এবার তিনি ৪ বিঘা জমিতে আখ চাষ করেছেন। বিগত বছরগুলোর তুলনায় এবার আখের বাম্পার ফলন হওয়াতে তার চোখে-মুখে আনন্দের ঝিলিক। আখ বিক্রির বাড়তি আয়ে পারিবারিক অনেক আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন বলে তিনি জানান।
জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের নির্মল দাস (৩৫) জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আখের ফলন ভালো। কিন্তু ভালো পাইকার না পাওয়াতে একটু সমস্যায় পড়েছেন। স্থানীয় পাইকাররা অন্য পাইকারদের তুলনায় অনেক কম দাম দেয়। আখ চাষিদের কাছে স্থানীয়দের চেয়ে দূূরের পাইকাররাই বেশি অগ্রাধিকার পায়। কারণ, তারা স্থানীয়দের তুলনায় বেশি মূল্য দেয়। তবে এই সমস্যা থাকবে না বলেও তিনি এ প্রতিবেদককে জানান।

