নিউজবাংলা: ৫ অক্টোবর –সোমবার:
সামিউল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের আঃ সামাদ মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ।

জানাযায়, রোববার আঃ সামাদ মিয়ার মেয়ে কাতলামারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন সংবাদ পেয়ে দ্রুত ছুটে যান সেখানে এবং মেয়ের বাবা আঃ সামাদকে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজবাংলা/একে