নিউজবাংলা: ৫ অক্টোবর –সোমবার:
জুবায়ের হোসেন,নাটোর প্রতিনিধি :
নাটোরে গুরুদাসপুর উপজেলার স্কুল ছাত্রী দীপা খাতুন (১৫) হত্যা মামলার প্রধান আসামি স্বপন ও তার বন্ধু সজিবকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ আটককৃত স্বপন উপজেলার বামনকোলা গ্রামের রহিতের ছেলে।