নিউজবাংলা: ৫ অক্টোবর –সোমবার:

ঢাকা:   মেষ: বহু শ্রম সত্ত্বেও ভাগ্যবিড়ম্বনায় কর্মোন্নতি ফের অধরা। বৈষয়িক গোলযোগে অশান্তি।

বৃষ: কর্মপরিবর্তনের প্রয়াসে সাফল্যের ইঙ্গিত। চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত।

মিথুন: পদোন্নতির আনন্দ দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনায় ম্লান হয়ে যেতে পারে। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্য। বাহন ক্রয়ের শুভ য়োগ।

কর্কট: কর্মক্ষেত্রে কৃতিত্বের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। আত্মম্ভরিতা অগ্রগতির অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। প্রবাসী প্রিয়জনের সংবাদ না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে।

সিংহ: আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে। পড়শিদের উস্কানিতে পরিবারে অশান্তি। অতিরিক্ত ভাবাবেগ থেকে জটিলতা।

কন্যা: হঠকারী সিদ্ধান্তের জেরে ব্যবসায় জটিলতা। শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভাল।

তুলা: কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে কর্মস্থলে জটিলতা। হঠকারিতা বা দুঃসাহস থেকে বিপত্তির আশঙ্কা। বিষয়সম্পত্তি রক্ষায় আইনি ব্যবস্থা।

বৃশ্চিক: ব্যবসায় নতুন ঝুঁকি না-নেওয়াই সমীচীন। সম্পত্তি-সমস্যার সমাধান হতে পারে। সহকর্মীর সহায়তায় কর্মক্ষেত্রে জটমুক্তির আশা।

ধনু: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নামী সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। জনহিতকর কাজে সাফল্য লাভ। সপরিবার দূরভ্রমণের পরিকল্পনায় হঠাৎ বাধা।

মকর: আয়-ব্যয়ে সমতা রক্ষা কঠিন হতে পারে। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা।

কুম্ভ: উপস্থিতবুদ্ধিতে শত্রুর মোকাবিলা। গুরুজন স্থানীয় ব্যক্তির হঠকারী কার্যকলাপে অসন্তোষ। রক্তচাপের হেরফেরে শারীরিক সমস্যায় কাজকর্মে বাধা।

মীন: উদ্যমের অভাবে শুভ যোগ হাতছাড়া হতে পারে। লক্ষ্য স্থির রেখে কাজ করা দরকার। পড়শির বাগড়ায় গৃহ সংস্কার ও নবনির্মাণের সূচনায় ব্যাঘাত।

নিউজবাংলা/একে