নিউজবাংলা: ৫ অক্টোবর –সোমবার:

ঢাকা:  ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাগদাদে শিয়াদের প্রধান মাজার কাদিমিয়ার অন্যতম প্রধান একটি প্রবেশপথ এডান চত্বরে নিরাপত্তা চেকপয়েন্টে এ হামলা চালানো হয়। প্রতি শনিবার কাদিমিয়া মাজারে যান প্রচুর মানুষ।

 

 

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করেছে। বাগদাদ অপারেশন্স কমান্ডের মুখপাত্র সাদ মান বলেন, ‘এডান চত্বরে একটি নিরাপত্তা চেক পয়েন্ট অতিক্রম করছিল তিন হামলাকারী। এ সময় সেখানে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে এক হামলাকারী নিহত হয়। তবে অপর দুই জন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।’

তবে পুলিশের এক কর্নেল জানান, একটি বিস্ফোরণ আত্মঘাতী গাড়ি বোমার কারণে হয়েছে। তিনি বলেন, হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। পার্শ্ববর্তী কাদিমিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

আইএসের বাগদাদ শাখা হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে মার্কিন পর্যবেক্ষক সংস্থা সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। গত বছর থেকে ইরাকের বিস্তীর্ণ অঞ্চল আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। সাইট ইন্টেলিজেন্স বলছে, আইএস এক টুইটার বার্তায় জানিয়েছে, কাদিমিয়ায় শিয়া সমাবেশে আবু হুদায়ফা ও আবু ইসা নামে দু’জন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বাগদাদের এডান চত্বর ঘিরে প্রায়ই এ ধরনের হামলা চালানো হচ্ছে। গত ফেব্রুয়ারিতে এখানে এক আত্মঘাতী হামলায় ২০ জনেরও বেশি লোক নিহত হয়।

নিউজবাংলা/একে