নিউজবাংলা: শনিবার, ২৭ জুন:

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে একরাতে সাপের ছোবলে স্বপন (২৬) ও সিরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বপন উপজেলার বেড়বাড়ি খন্দকার পাড়া গ্রামের শহিদুল ইসলামের একমাত্র ছেলে এবং সিরাজ মিয়া

বহুরিয়া চতলবাইদ গ্রামের হালিম পীরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনকে শুক্রবার রাতে নিজ বাড়িতে একটি বিষধর সাপ ছোবল দেয়। স্থানীয় ওঝা তাকে ঝাড় ফুঁক করার পর শনিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে সিরাজুল ইসলামকে একই রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে সাটার লাগানোর সময় বিষধর সাপে ছোবল দেয়।
সিরাজুল ইসলামের বড় ভাই মোস্তফা মিয়া জানান, সিরাজুলকে মধুপুর জলছত্র হাসপাতালে নেয়া হয়। জলছত্র হাসপাতালে চিকিৎসা না পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক সপ্তাহে সাপের কামড়ে ওঝার মৃত্যু এবং একই রাতে দুইজনের মৃত্যুতে এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন রাখার জোর দাবি জানিয়েছেন।

নিউজবাংলা/একে