নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। তবে এ ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পদবঞ্চিত নেতারা যাননি।

পদবঞ্চিত নেতারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এটা আওয়া মীলীগের ইফতার মাহফিল নয়, এটা বিএনপি কে পূর্ণ ঘঠিত করার ইফতার মাহফিল। যার ফলে উপজেলা আওয়া মীলীগের ত্যাগী নেতারা দাওয়াত পাননি।

উল্লেখ্য, গত ৮ জুন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে সাবেক সভাপতি মজম্মিল আলী, আ.লীগ নেতা পংকি খান, মতছিন আলী, আসলম খান, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার, আ.লীগ নেতা ফারুক আহমদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ প্রার্থী হয়েছিলন। কিন্তু সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠ ভোটে সভাপতি পদে পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার নির্বাচিত হন। এতে পরাজিত প্রার্থীরা সম্মেলনে নির্বাচনের দাবি জানান।

কমিটি ঘোষনার পরপরই নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষে আ.লীগের একাংশের নেতাকর্মীরা উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে। কমিটি গঠনের প্রায় তিন পর পদবঞ্চিত নেতারা ও তাদের অনুসারিরা বাংলাদেশ আওয়া মীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর টাকার বিনিময়নে বিশ্বনাথ উপজেলা আ.লীগের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ওই অভিযোগে তারা সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়া মীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি ঘোষনার অভিযোগ তুলেন।

এব্যাপারে উপজেলা আওয়া মীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু হেনা মোহাম্মদ ফিরোজ আলী সাংবাদিকদের বলেন, আওয়া মীলীগের ইফতার মাহফিল নয়। এটা পংকি খানের নেতৃত্বে বিএনপিকে পূর্ণ গঠিত করার ইফতার মাহফিল। তিনি বলেন, পূর্বের কমিটির ৯০ ভাগ নেতাকর্মী তথাকথিত ইফতার মাহফিলের দাওয়াত পায়নি। উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফির শীঘ্রই করা হবে বলে তিনি জানান।

উপজেলা আওয়া মীলীগের সাবেক সভাপতি মজম্মিল আলী বলেন, যারা দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছে,তাদের ইফতার মাহফিলে দাওয়াত দেয়া হয়নি। যার ফলে তিনি ওই ইফতার মাহফিলে যাননি বলে জানান।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ইলিয়াস মুক্তি পরিষদের নেতা এইচ এম.ফিরোজ আলীর মূখে এসব কথা মানায় না। রাজনীতিতে তার নাম এইচ.এম.ফিরোজ আলী আর সরকারি চাকরিতে তার নাম ফিরোজ আলী। তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মজম্মিল আলী যেভাবে পূর্বে আওয়া মীলীগের ইফতার মাহফিলের দাওয়াত দিতেন, ঠিক সেভাবে এবারের ইফতার মাহফিলে উপজেলা প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের দাওয়াত দেয়া হয়েছে।

নিউজবাংলা/একে