নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

সাতক্ষীরা: জেলার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া খালপাড়ে পুলিশের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। যুবকটি মোটরসাইকেল ছিনতাইকারি বলে দাবি করছে পুলিশ। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে দাবি করা হচ্ছে।



শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রাম দা, দু’টি লোহার রড, একটি মটর সাইকেল ও বিষ্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ ছিনতাইকারির নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। তাকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, একটি ছিনতাইকারি চক্র মোটরসাইকেল ছিনতাই করে দেবহাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছে বলে দেবহাটা থানার উপপরিদর্শক এসএম জাকারিয়া খবর পান। এরই ভিত্তিতে পুলিশ শনিবার রাত সোয়া তিনটার দিকে পূর্ব কুলিয়া খালপাড়ে অবস্থান নেয়।  এ সময় ছিনতাইকারিরা খালপাড়ে আসা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ও গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কিছুক্ষণ পর কয়েকজনর ছিনতাইকারি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আলমগীর হোসেন নামের এক ছিনতাইকারিকে বাম পায়ের হাঁটুর নীচে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে সিপাহী  মামুন হোসেন ও মাঈনুল ইসলাম আহত হয়েছেন। তাদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ছিনতাইয়ের অভিযোগে দু’টি মামলাসহ অন্য থানায় কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. পরিমল কুমার বিশ্বাস জানান, আলমগীর হোসেনের বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।

 

নিউজবাংলা/একে