নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

ঢাকা: ভারতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় আনুমানিক ১০০ কোটি টাকা মূল্যের সাপের বিষ আটক করেছে বনদপ্তর।

গোপন সূত্রে খবর পেয়ে ৬ জন সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করে ঐ বিষ পাওয়া গেছে শুক্রবার রাতে।

উদ্ধার করা ঐ বিষের ওজন প্রায় নয় পাউন্ড।

বন কর্মকর্তারা বলছেন বহুমূল্যের ঐ সর্পবিষ উদ্ধার হয় তিনটি বেলজিয়ান গ্লাসের বড় পাত্র থেকে।

ধৃতদের জেরা করে জানা গেছে যে  ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে ঐ সাপের বিষ আনা হয়েছিল।

এই বিষ কোবরার কী না, তা জানতে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

সাপের বিষ নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চোরাকারবার চলছে বলে বন দপ্তর খবর পেয়েছে ।

 

 

 

নিউজবাংলা/একে