নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

 টাঙ্গাইল প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এ বছরও টাঙ্গাইল পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার টাঙ্গাইল পৌরসভার মিলনায়তন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

টাঙ্গাইল পোরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল মিল্টন অনুষ্ঠানে সভাপতিত¦ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ, মো. গোলাম আযম সহ টাঙ্গাইল পৌরসভার ওয়াড কাউন্সিলরবৃন্দ।

অনুষ্ঠানে বাজেট পড়ে শোনান অর্থ ও সংস্থাপন এর উপ কমিটির আহ্বায়ক আসাদুহা মানছবুর। ২০১৫-১৬ অর্থ বছরে বাজেট ৫৮১৫৫৩০৭৫.১৬ টাকা ধরা হয়েছে । যা গত বছরের চেয়ে ১৯৭২৩১৩০৭ টাকা বেশী ধরা হয়েছে। সবচেয়ে বেশী বাজেট ধরা হয়েছে পৌরসভার সাধারণ তহবিল ১৬২১৫০০০০ টাকা, সবচেয়ে কম ধরা হয়েছে বিশ^ব্যাংক ও পৌরসভার আর্থিক সহায়তার বাংলাদেশ মিউনিসিপ্যাল ভেবেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ প্রকল্প খাতে প্রাপ্তি ১২০০০০০ টাকা ।

নিউজবাংলা/একে