নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

 আব্দুল লতিফ, ঘাটাইল(টাঙ্গাইল)সংবাদদাতা:

কালিহাতী উপজেলার সবচেয়ে বেশী বন্যা দুর্গত এলাকা গোহালিয়াবাড়ি ইউনিয়ন। ওই ইউনিয়নের ৯টি গ্রামের মধ্যে ২টি গ্রামের ৪২টি পরিবার ত্রাণের তালিকাভূক্ত হলেও অন্য ৭টি গ্রামের প্রায় ২ শতাধিক দুর্গত পরিবার ত্রাণ সুবিধা পাচ্ছেনা।

উল্লেখ্য গোহালিয়াবাড়ি ইউনিয়নের মাঝ দিয়ে যমুনা ও ধলেশ্বরী নদীর মত ২টি খরস্রোতা নদী প্রবাহিত হওয়ায় প্রতি বছর অনেক পরিবার ভাঙন কবলিত হয়ে পড়ে। ভাঙন কবলিত ওইসব পরিবারের দুর্ভোগের সীমা থাকে না। এ বছরও তার কোন ব্যত্যয় ঘটেনি। এ বিষয়ে গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মতিউল আলম তালুকদার নিউজবাংলাকে জানান, যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙনের কারনে গোহালিয়াবাড়ি ইউনিয়নে প্রায় ২ শতাধিক পরিবার মানবেতর জীবন যাবন করছে। সরকারী বরাদ্দকৃত ত্রাণ চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ৯টি গ্রামের মধ্যে ২টি গ্রাম তালিকা ভূক্ত হওয়ায় বাকী ৭টি গ্রামের ভাঙন কবলিত পরিবাররা দীশাহারা হয়ে পড়েছে। এ কারনে আমি ওইসব ভাঙন পরিবারের লোকজনের চাপের মুখে আছি। সরকারীভাবে যদি ওই ৭টি গ্রামের ভাঙন কবলিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তালিকাভুক্ত করার জন্য আহবান জানান। এব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, সরকারীভাবে কোন ত্রাণের বরাদ্দ পায়নি। তবে স্থানীয় সাংসদের তহবিল থেকে চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী কিছু ত্রাণ সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

নিউজবাংলা/একে