চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত: বরাদ্দ ১৮ লাখ টাকা ও ৯৬ মেট্রিকটন চাল
নিউজবাংলা: সোমবার, ২৯ জুন:
চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে অতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকারের পক্ষ থেকে ৯৬ মেট্রিকটন
চাল ও নগদ ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, অতি বৃষ্টিতে সারাদেশে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ব্রিজ ও কালভার্ট মেরামতে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এরই অংশ হিসেবে জিআর প্রকল্পের আওতায় ৯৬ মেট্রিকটন চাল ও নগদ ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। যাতে চলতি বর্ষা মৌসুমে যানবাহন ও জনচলাচলে বিঘœ সৃষ্টি না হয়।
তিনি বলেন, সরকার প্রদত্ত চাল ও নগদ টাকার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলা সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এখানে ভেঙে যাওয়া রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট মেরামতের জন্য নগদ ৬ লক্ষ টাকা ও ২৪ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। তাই সাতকানিয়াসহ জেলার সকল উপজেলা ও সিটি করপোরেশন এলাকার জন্য বরাদ্দকৃত চাল ও নগদ টাকার বিনিময়ে প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আবুল হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ্ ও জেলা ত্রাণ কর্মকর্তা মো. আবুল বাশার। সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে