নিউজবাংলা: সোমবার, ২৯জুন:

বরগুনার: বরগুনার পাথরঘাটা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মেহের আলী এলাকায় ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৯ জুন) ভোরে ঝড়ের কবলে পড়ে এফবি সাগর নামে ওই ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ট্রলার ও ১১ জেলের সন্ধান মেলেনি।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক ইসমাইল সরদারের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ভোরে বঙ্গোপসাগরের মেহের আলী পয়েন্টে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ওই ট্রলারের মাঝি নাসির উদ্দিনসহ ১১ জেলে নিখোঁজ হন।

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-আট এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, ট্রলার মালিক সমিতির কাছে খবর পেয়ে র‌্যাবের মেহের আলী এলাকার অস্থায়ী ক্যাম্পের একটি দল ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে। পাশাপাশি জেলা ট্রলার মালিক সমিতি ও ট্রলার শ্রমিক ইউনিয়নও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

 

 

নিউজবাংলা/একে