নিউজবাংলা: সোমবার, ২৯জুন:

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও ১ নং সাক্ষী হারুন-অর-রশীদের সাক্ষ্য বাতিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

আদালতে খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন দুদুকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য না নেয়ার আবেদনের পরেও আদালত হারুনের সাক্ষ্য নেয়ায় তা বাতিল চেয়ে গত ১৪ জুন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবেদনটি করেছিলেন। ওই আবেদনের ওপর চার দিন শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল।

 

নিউজবাংলা/একে