নিউজবাংলা: সোমবার, ২৯জুন:

ঢাকা: এখন থেকে ই-পেমেন্টের মাধ্যমে অনলাইনেই স্ট্যাম্প কেনা ও জমা দেওয়া যাবে এমন বিধান রেখে

‘দ্য কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’ খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, সংশোধিত আইনে দু’টি বিষয় সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

এরমধ্যে কোর্ট ফি ব্যবহারে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং জরিমানার হার বাড়ানো।

আগের আইনে অনুমোদন ছাড়া স্ট্যাম্প বিক্রি করলে ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। সংশোধিত আইনে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

তিনি বলেন, এই আইন কার্যকর হলে ই-পেমেন্টের মাধ্যমে কোর্ট ফি জমা দেওয়া যাবে। এর ফলে স্ট্যাম্পের ছাপানো,সংরক্ষণ, সরবরাহ ব্যয় কমবে,জালিয়াতি রোধ হবে,একইসঙ্গে মানুষের অহেতুক ভোগান্তি দূর হবে।

নিউজবাংলা/একে