নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:

ঢাকা : ইয়েমেনের রাজধানী সানায় ইসলামিক স্টেটের (আইএস) চালানো গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২৮ জন আহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে অপর এক হামলায় নিহতদের স্মরণে সমবেতদের ওপর এই হামলা চালানো হল।



ইয়েমেনে তিনমাসের লড়াইয়ের তীব্রতা ক্রমে বাড়ছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সেনা বাহিনী সৌদি আরবের একটি সেনাঘাঁটি লক্ষ করে স্কাড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে হুতি গোষ্ঠী ও এর মিত্রদের তাড়িয়ে নির্বাসিত সুন্নি প্রেসিডেন্টকে পুনরায় ক্ষমতায় বসাতে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটির একটি মেডিক্যালসূত্র জানিয়েছে, “সানার শা’ওব জেলায় একটি সামরিক হাসপাতালের সামনে এক গাড়িবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে একটি ভবনে থাকা ১২ নারীসহ ২৮ জন আহত হন। তারা সবাই এরআগে এক বিস্ফোরণে হতাহতদের স্মরণে শোকসভায় সমবেত হয়েছিলেন।”

অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিবৃতিতে আইএস বলছে, মুসলিদের পক্ষ থেকে ধর্মত্যাগী হুতিদের বিরুদ্ধে এটি হচ্ছে প্রতিশোধ।

নিউজবাংলা/একে