নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:
ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা। আল জাজিরা জানায়, সোমবার রাতে রাজধানীর এক সামরিক হাসপাতালের কাছে বোমাটি বিস্ফোরিত হয়।
মধ্যপ্রাচ্যের চরমপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অনলাইনে প্রচারিত এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে। ওই বিবৃতিতে তারা বলেছে, স্বধর্মত্যাগী হুতিদের ওপর প্রতিশোধ নিতেই তারা সোমবার ওই হামলা চালিয়েছে।
ইয়েহিয়া আলী নামের এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনা দেখার জন্য আমরা রাস্তায় ছুটে আসি। দেখি একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। রাত আটটা থেকেই গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল। তবে কেউ এটি খেয়াল করেনি। হামলায় বেশ কয়েকটি ঘরবাড়িও ধ্বংস হয়েছে।
মঙ্গলবার হুতি বাহিনীর এক সামরিক মুখপাত্র সৌদি আরবের সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছেন।